
রাজীব ইসলাম তারীম:
অপহরনের ২ মাস ২৪ দিন পর বরিশালের গৌরনদীর অপহৃত দশম শ্রেণীর ছাত্রী (১৬)কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরনকারী উৎস বৈরাগী (২২)কে গ্রেফতার করা হয়। গৌরনদী থানা পুলিশ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার পুলিশের সহযোগীতায় বুধবার দিবাগত রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা ধানাধীন নুরনগর রোডের একটি ভাড়াটিয়া বাসা অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই জুয়েল হাওলাদার নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহৃতা স্কুলছাত্রীর মা বাদি হয়ে ৪ জনের নামোল্লেখসহ ৭ জনকে আসামি করে গত ৭ নভেম্বর গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। গোপণ সংবাদের ভিক্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে খুননা নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় সোনাডাঙ্গা ধানাধীন নুরনগর রোডের একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে অপহৃত স্খুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী উৎস বৈরাগীকে গ্রেফতার করেন। ভিকটিমকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিষি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত উৎস বৈরাগীকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতিপূর্বে উৎসের বাবাকে গ্রেফতার করে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছিল বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল হাওলাদার জানান।
বাদি এজাহারে উল্লেখ করেন, উপজেলার কলাবাড়িয়া গ্রামের প্রদীপ মন্ডলের ভাগ্নে উৎস বৈরাগী মামা বাড়িতে বেড়াতে এসে ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করতো। বিষয়টি বখাটে উৎস বৈরাগীর অভিভাবকদের জানালে তারা কর্নপাত করেনি। পরীক্ষা দেওয়ার জন্য ওই স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে গত ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সকাল পৌণে ১০টার দিকে নলচিড়া গ্রামের শিশির সরকারের বাড়ির সামনে পৌছলে উৎস বৈরাগীর নেতৃত্বে ৬/৭ জনে ছাত্রীর পথরোধ করে। এ সময় জোরপূর্বক ওই ছাত্রীকে একটি মাহিন্দ্রায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর