
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদীতে মাদক বিক্রেতা সােহেল সরদার ওরফে বাবুকে (৩৬) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গৌরনদীর এসিল্যান্ড মাে. রাজিব হােসেন এ দন্ডাদেশ প্রদান করেন।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় বলেন, মাদক কেনাবেচার খবর পেয়ে বুধবার সকাল নয়টার দিকে উপজেলার উত্তর পালরদী এলাকার অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা সােহেল সরদার ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সােহেলকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাে. রাজিব হােসেনের কাছে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ওইদিন বিকালে গ্রেফতারকৃতকে জেলহাজত পাঠানাে হয়।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর