দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীত জােরপূর্বক নরমাল ডেলিভারী করাতে গিয়ে নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি সুইজ হাসপাতালে জােরপূর্বক টেনেহেঁচড়ে প্রসূতি মা”য়ের নরমাল ডেলিভারী করানাের সময় নবজাতক ছেলে সন্তান মারা যাওয়ার অভিযােগ উঠেছে হাসপাতালের ২ নার্সের বিরুদ্ধে। ভুল চিকিৎসায় নবজাতক মারা যাওয়ার অভিযােগে রােগীর স্বজন ও এলাকাবাসী শুক্রবার সকালে সুইস হাসপাতালে ভিড় করে কথিত ওই ২ নার্সের বিচারের দাবিতে বিক্ষােভ প্রদর্শন করলে অভিযুক্ত নার্স জেসমিন আক্তার ও লিমা আক্তার পালিয়প যায়। এ সময় বিক্ষুব্ধরা হামলা চালিয়ে মার্কটিং অফিসার মাে. মনিরকে মারধর করে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করছে গৌরনদী থানা পুলিশ ।
প্রসূতির স্বামী গৌরনদী পৌরসভার টরকীরচর এলাকার সবুজ মােল্লা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে
তার স্ত্রী সাবিহা বেগমর (২০) প্রসব বেদনা শুরু হলে বেজগাতি সুইজ হাসপাতালে নিয় যায়। তবে সেখানে কােন এম.বি.বি.এস চিকিৎসক না থাকায় নিয়ােগপ্রাপ্ত ডি.এম.এফ (ডিপ্লামা ইন মডিক্যাল ফ্যাকাল্টি) সঞ্জীব মজুমদার তার স্ত্রীকে ভর্তি করেন। একপর্যায় রাত তিনটার দিকে নার্স জেসমিন আক্তার ও লিমা আক্তারকে দিয়ে জােরপূর্বক তার স্ত্রী সাবিহাকে নরমাল ডেলিভারী করার চেষ্টা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় আধঘন্টা চেষ্টার পর একটি নবাজাতক ছেলে সন্তানের জন্ম হয়। তব নবজাতক অচেতন অবস্থায় থাকায় ও কােন কান্নাকাটির শব্দ না করার কারনে হাসপাতাল কৃর্তপক্ষ তাৎক্ষনিক নবজাতককে বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দেন। ভাের পৌনে ৫টার দিকে নবজাতককে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে হাঁসপাতালে পৌঁছানাের আগেই মারা গেছে বলে জানান।
এ বিষয় সুইজ হাসপাতালর কৃর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জীব মজুমদার (ডি.এম.এফ) বলন, ভর্তির সময় পরিক্ষা নিরীক্ষায় প্রসূতি মা ও তার গর্ভর সন্তান সুস্থ ছিলো। তবে নবজাতকের মৃত্যুর বিষয় জানতে চাইলে তিনি এ বিষয় কােন মন্তব্য করতে রাজি হয়নি।
সুইজ হাসপাতালর ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খাতুনের কাছে নবজাতকের মৃত্যুর বিষয় জানতে চাইলে সাংবাদিকদের সাথে চড়াও হয়ে বলেন, আমি কােন বক্তব্য দিব না। রােগীর স্বজনদের কােন অভিযােগ নেই। আপনারা যা লিখতে পারেন লিখেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাে: মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে কাজরা মোহাব্বত ওয়ালে ভাষা কি আর এই আসালে আমি কিছুই জানি না। অভিযােগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
গৌরনদী থানার ওসি মাে. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থ পুলিশ পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad