দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে গরীব ও দুস্থ’দের মাঝে খাদ্য সহায়তা প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে গরীব ও দুঃস্থ’দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আরডব্লিউটিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (প্রস্তাবিত) উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ গ্রামের হাওলাদার বাড়ির উঠানে ওই ফাউন্ডেশনের ডিরেক্টর মোসা. রিনা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদাকো-হাকন আইসিইজি লিঃ ও মাদার তেঁরেসা চ্যারিটি-এর চেয়ারম্যান এইচ.এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, খোন্দকার মনিরুজ্জামান মনির, টরকী বন্দর বাইতুল সুজুত জামে মসজিদের সাধারন সম্পাদক মো. আবুল ফয়েজ। বক্তব্য রাকেন, সমাজ সেবক মো. আবুল কালাম তালুকদার, মো, আলী হোসেন প্রমূখ। শেষে বিভিন্ন এলাকার গরীব ও দুঃ¯’ প্রায় ৫০ পরিবারের মাঝে খাদ্য (চাল ও আটা) সহায়তা প্রদান করা হয়।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad