দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

নতুন চেয়ারম্যান হিসেবে আনোয়ার আলদীন নিয়োগ পেলেন বাসস পরিচালনা বোর্ডে

 

বিশেষ সংবাদদাতা

ঢাকা: ৭২ বছরের পুরনো দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক এবং প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

আনোয়ার আলদীন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতার কর্মজীবন শুরু করেছিলেন, দীর্ঘ সময় ধরে পত্রিকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার অনুসন্ধানী সাংবাদিকতা বিশেষভাবে প্রশংসিত, এবং ১৯৯৬ সালে তার ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছিল। এই প্রতিবেদনের জন্য তিনি বিভিন্ন পুরস্কারও অর্জন করেন।

এছাড়াও, দক্ষিণ খুলনার কপিলমুনির কৃতী সন্তান আনোয়ার আলদীন, সাংবাদিকতার পাশাপাশি সমাজ উন্নয়নে সক্রিয়। তিনি এলাকায় হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন।

বাসস পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন: তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের যুগ্ম সচিব, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদকগণ।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম আনোয়ার আলদীনের নতুন পদে নিযুক্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, আনোয়ার আলদীনের নেতৃত্বে বাসস আরও শক্তিশালী, গতিশীল এবং নীতিনিষ্ঠ হবে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad