
সাদ্দাম উদ্দীন রাজ(নরসিংদী)
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রোজলিন শহীদ চৌধুরী কর্মস্থলে যোগদান করেছেন। (আজ) গতকাল রোববার বিকেলে তিনি যোগদান করেন। এ সময় উপজেলায় কর্মরত কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
জানা গেছে, রায়পুরার নবাগত ইউএনও রোজলিন শহীদ চৌধুরী সদ্য বিদায়ী ইউএনও মো আজগর হোসেন এর স্থলাভিষিক্ত হন। রোজলিন শহীদ চৌধুরী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কর্মরত ছিলেন। পাশাপাশি মো আজগর হোসেন একই দিনে পাকুন্দিয়া উপজেলায় যোগদান করেন।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
গৌরনদীতে সাংবাদিকের মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
গৌরনদীতে গণতন্ত্র রক্ষায় অবৈধ চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান