
বি এম মনির হোসেনঃ-
ইতিহাসের স্মরনাতীত কালের জমকালো বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে ১১নবেম্বর শনিবার সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্র্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগৈর নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠের মঞ্চে উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ এর সভাপতিত্বে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা,জাতির পিতার দৌহিত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ।অন্যান্যদেরে মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়োমী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক কক্তিয়ার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম সরদার, আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস. বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদীশ ভক্ত।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর