দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

পুলিশের ৪০তম সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগে পদ বাড়ানোর দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক :
বাংলাদেশ পুলিশের ৪০তম সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগে পদ বাড়ানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। ৪০তম এসআই নিয়োগের প্রক্রিয়ায় ভাইভা থেকে বাদ পড়া প্রার্থীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রার্থীদের ভাষ্য, এসআই নিয়োগে এবার মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল ৫ হাজার ৩১ জনকে। এর আগের নিয়োগগুলোতে ৩:১–এর কম অনুপাতে এসআই জনবল নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ প্রতি তিনজনে একজনকে সুপারিশ করা হয়েছে। কিন্তু এবার ৫.৫: ১ অনুপাতে সুপারিশ করা হয়েছে। ফলে ভাইভা থেকে অনেকে বাদ পড়েছেন।
মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা আরও বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস আমরা এই নিয়োগের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। ১৫টি কঠিন ধাপ অতিক্রম করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ভাইভা দিয়েছি। যেহেতু আমরা যোগ্যতার ভিত্তিতে ভাইভা পর্যন্ত এসেছি, সেহেতু আমাদের নিরাশ না করার আবেদন করছি। প্রশিক্ষণ একাডেমি সারদাতে আবাসন সংকুলান থাকলে প্যানেল আকারে সুপারিশ করে পরবর্তী সময় সারদায় পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ করছি।’
মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশ না করার শর্তে একজন প্রার্থী বলেন, ‘নতুন করে এসআই নিয়োগের ৪১তম বিজ্ঞপ্তি যখন আসবে, তখন আমাদের অনেকের আবেদন করার বয়স থাকবে না। নতুনভাবে পরীক্ষা নেওয়াও সরকারের জন্য ব্যয়সাপেক্ষ। তাই আমরা যাঁরা ভাইভা দিয়েছি, তাঁদের মধ্য থেকে প্যানেল করে নিয়োগ দিলে সবার জন্য মঙ্গলজনক হবে।’

 

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad