দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

‌‘নাকফুল’র জন্য নাক ফোঁড়ালেন পূজা

ফাইল ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি নাক ফোঁড়ালেন। অনেকেই ভেবেছেন, তা হলে – পূজা কি তবে বিয়ে করতে চলেছেন? কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিলেন নায়িকা। তিনি জানান, বিয়ে নয় নতুন ছবি ‌‘নাকফুল’র জন্য তার এই কাণ্ড।

হ্যাঁ, পূজাও বিয়ের জন্যই নাক ফুঁড়িয়েছেন। তবে সেটা বাস্তবের বিয়ে না, সিনেমার বিয়ে। নতুন একটি সিনেমার জন্যই নাক ফুঁড়িয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘নাকফুল’। নাক ফোঁড়ানোর ভিডিও শেয়ার করে নায়িকা নিজেই এর বিস্তারিত তথ্য জানিয়েছেন।

পূজা জানান, ৩ এপ্রিল থেকে ‘নাকফুল’ ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবে এর শুটিং। এজন্যই সম্প্রতি নাক ফুঁড়িয়েছেন নায়িকা। এর অভিজ্ঞতার কথা জানিয়ে পূজা বলেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’

‘নাকফুল’ সিনেমার প্রসঙ্গে পূজা জানান, এটি রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের সিনেমা। এক চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের প্রেমের গল্প। এক পর্যায়ে বিয়েও করতে হয় পূজাকে। সেই বিয়েতে নাকফুল নিয়ে রয়েছে চমৎকার ঘটনা।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এটি পরিচালনা করছেন আলোক হাসান। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

এদিকে আগামী রোজার ঈদে পূজা অভিনীত দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। একটি হলো শাকিব খানের সঙ্গে ‘গলুই’। অন্যটি সিয়াম আহমেদের সঙ্গে ‘শান’।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad