
মাদারীপুরের কালকিনিতে মোঃ আরিফুল ইসলাম রাহুল-(১৪) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর দারুল কোরআন হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। আজ শুক্রবার সকালে কৃষ্ণনগর গ্রামের এচাহাক হাওলাদারের বাড়ির পুকুর থেকে নিহত ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, জেলা সদরের ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম রাহুলকে হাফেজী পরার জন্য পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর দারুল কোরআন হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসায় ভর্তি করেন। আরিফ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। কিন্তু সকালে এলাকাবাসী নিহতের লাশ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের এচাহাক হাওলাদারের বাড়ির পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
মাদ্রাসার পরিচালক মুফতি মুনির হোসেন বলেন, আরিফুলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল। তার ব্যবহারও অমায়িক ছিল। পুকুর থেকে ওর লাশ উদ্ধারের খবরে সবাই অবাক হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, নিহত মাদ্রাসাছাত্র আরিফুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
More Stories
মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান
গৌরনদীতে বাসের ধাক্কায় শিশু নিহত
কালকিনিতে শিশু ছাত্রীদের নিপিড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে