
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
শুক্রবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় ডেভিল হান্ড অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গৌরনদী উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, উপজেলা মহিলা লীগের সদস্য ছবি বেগম, গৌরনদী পৌরসভা ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন।
এ বিষয়টি গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদশীর এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ও সন্দীগ্ধ আসামি হিসেবে ওই তিন নেতানেত্রীকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি ইউনুস মিয়া জানান।
More Stories
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান