দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

 

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে প্রতিবাদী সচেতন জনতা সরিকল ইউনিয়ন ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। সুরেন সিকদার বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আকতার হোসেন হাওলাদার।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম, রিপন হাওলাদার, শাহ আলম হাওলাদার, যুবদল নেতা মিরন হোসেন এবং সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান লিটন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা ভোটারবিহীন নির্বাচনে স্বঘোষিতভাবে বিজয়ী হয়েছেন এবং বর্তমানে তিনি দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের ঘটনায় তাকে দায়ী করা হয়।
সমাবেশ থেকে বক্তারা চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।
অনুষ্ঠানে সরিকল ইউনিয়নের বিএনপির একটি বৃহৎ অংশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad