দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে অনৈতিক কার্যকলাপের সময় প্রবাসীর স্ত্রীসহ ছাত্র শিবির নেতা আটক! থানায় মামলা দায়ের

গৌরনদীতে অনৈতিক কার্যকলাপের সময় আটককৃত প্রবাসীর স্ত্রী ও শিবির নেতা!

রাজীব ইসলাম তারীম (গৌরনদী)
বরিশালের গৌরনদীতে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সময় পরকীয়া প্রেমিক ম্ইানুল ইসলাম পলাশ ফকির (২৬) ও সৌদি প্রবাসির স্ত্রীর পরকীয়া প্রেমিকা ঝুমুর বেগম(২৫) কে হাতে নাতে আটক করে গৌরনদী থানা পুলিশের কাছে সর্পদ করেছে স্থানীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম সরদারের বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃত পলাশ গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী ও বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

গৌরনদী থানার এসআই জুয়েল হাওলাদার জানান ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনা স্থল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সময় পরকীয়া প্রেমিক প্রেমিকা পলাশ ও ঝুমুর বেগম কে আটক করা হয়। তিনি আরও বলেন যে, স্থানীয় কেউ বাদী না হওয়ায় অসামাজিক ও অনতৈকি কার্যকলাপ করিয়া জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোড ২৯০ ধারায় অপরাধের প্রাথমিক প্রমান পাওয়ায় তিনি নিজে বাদি হয়ে মামলা করেন।

এবিষয় গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনূস মিয়া জানান অনৈতিক অসামাজিক কার্যকরঅপের প্রেমিক প্রেমিকা পরকীয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ও ঝুমুর বেগমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠার্নোর দির্শেদেন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad