দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে শরিকল হাটের দরপত্র দাখিল করায় হামলা সাবেক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত \ আহত ৪

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার শরিকল হাটের ইজারার দরপত্র দাখিল করায় শরিকল ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা (উত্তর) বিএনপির আহায়ক কমিটির সদস্য মঞ্জুর হােসেন মিলনকে লাঞ্ছিত ও তার চার সমর্থককে মারধর করার অভিযােগ উঠেছে যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলা পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানাগেছে, উপজেলার ভূরঘাটা হাট, বাকাই হাট, বার্থী হাট, মাহিলাড়া হাট, চাঁদশী হাট, শরিকল হাটসহ ২১টি হাট বাজার ইজারার জন্য গত ২ ফব্রুয়ারি দরপত্র (টেন্ডার) আহবান করেন ইউএনও। গত ৫ মার্চ হাট বাজারের দরপত্র ফরম বিক্রির শেষদিন ও ৬ মার্চ দরপত্র দাখিলের দিন ধার্য্য ছিলো। ২১টি হাট বাজারের অনুকুলে ৬৬টি দরপত্র ফরম বিক্রি হয়েছে।
শরিকল ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির সদস্য মঞ্জুর হােসেন মিলন বলেন, গৌরনদীর শরিকল ও বাবুগঞ্জর আগরপুর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা শরিকল হাটের ইজারার জন্য ১৪টি দরপত্র ফরম খরিদ করেন। সম্প্রতি দরপত্র ফরম ক্রেতারা এক বৈঠকে সর্বসম্মতিক্রমে আমার কাছে ১৩টি দরপত্র ফরম জমা দেয়। এরপর সিদ্ধান্ত নেয়া হয় যে, গত বছর ইজারাকৃত ৫ লাখ ২৬ হাজার টাকায় এ বছর ইজারা পাওয়ার জন্য দরপত্র দাখিল করার দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি ২০/২৫ জনকে সঙ্গে নিয়ে ইউএনও অফিসে দরপত্র দাখিল করতে যাই। তিনি (মিলন) অভিযােগ করে বলেন, উপজেলা পরিষদের সামনে গেলে উপজেলা বিএনপির প্রভাবশালী এক নেতা আমাকে ও সিডিউল ক্রেতাদের দরপত্র দাখিল করতে বারন করে বলেন, সিডিউল ক্রেতাদের উপজেলার হাট বাজার সিডিউল দাখিল করতে নিষেধ করা হয়েছে। কােন সিডিউল ক্রেতা পরপর তিনবার সিডিউল দাখিল না করলে হাট বাজারের ইজারা এসিল্যান্ডের নির্দেশে ইউনিয়ন তহশীলদার খাস কালেকশন করবেন। ওই নেতার কথায় সিডিউল ক্রেতারা রাজি না হলে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমার নামের একটি দরপত্র ফরম ইউএনও অফিসে জমা দেই ও বাবুল হাওলাদার একটি দরপত্র ফরম ডিসি অফিসে জমা দেয়। ইউএনও অফিসে দরপত্র ফরম জমা দিয়ে বের হলে পরে যুবদলের আহবায়ক বাচ্চু শিকদারের নেতৃত্বে যুবদলের ২০/২৫ নতাকর্মী আমার উপর চড়াও হয়। এ সময় আমি জহুরের নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করি। এ সময় যুবদল নেতা বাচ্চু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে আমার সমথর্ক শরিকল ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক শামীম ফকির, যুবদল কর্মী পলাশ খান, কবির হাওলাদার, সােহাগ বেপারীকে মারধর করে।
পর যুবদলের আহবায়ক বাচ্চু শিকদার বলেন, এ ঘটনার সঙ্গে আমার কােন সম্পৃক্ততা নেই। তবে, একটি মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার নামে অপপ্রচার চালাচ্ছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. আবু আব্দুল্লা্হ্ খান বলেন, উপজেলার ২১টি হাট বাজারের ইজারার অনুকুলে ৬৬টি সিডিউল ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে মাত্র ৫টি সিডিউল ফরম জমা পড়েছে। বাকি সিডিউল ফরম জমা না পড়ার ব্যাপারে আমি কিছুই জানি না। উপজেলা পরিষদ ভবনের বাহিরে কি হয়েছে তা আমার জানা নেই। তবে একটু হইচইর শব্দ পেয়েছি।

 

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad