রাজীব ইসলাম তারীম :
বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের কাঁঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল ৩ ফেব্রুয়ারী সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন কাঁঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী সোবহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো.ইউনুস মিয়া,বিএম মনির হোসেন, মো.গিয়াস উদ্দিন হাওলাদার, আ:গনি সরদার, আবদুল বারেক সরদার, মো: হাবুল হাওলাদার কাজী কালাম কাজী ইউসুফ,কাজী মুরাদ, মো:সবুজ সরদার, মোল্লা মনির হোসেন, কাজী খালিদ,গোলাম রাব্বিসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যগণ। মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা মো.আবুল হাসান বুখারী ও বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমানী, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কাঁঠালতলী মোহাম্মাদীয়া জমে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা নুর।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত