রাজীব ইসলাম তারীম :
বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের কাঁঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল ৩ ফেব্রুয়ারী সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন কাঁঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী সোবহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
[caption id="attachment_2923" align="alignnone" width="300"] বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো.ইউনুস মিয়া,বিএম মনির হোসেন, মো.গিয়াস উদ্দিন হাওলাদার, আ:গনি সরদার, আবদুল বারেক সরদার, মো: হাবুল হাওলাদার কাজী কালাম কাজী ইউসুফ,কাজী মুরাদ, মো:সবুজ সরদার, মোল্লা মনির হোসেন, কাজী খালিদ,গোলাম রাব্বিসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যগণ। [/caption]
[caption id="attachment_2924" align="alignnone" width="300"] মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা মো.আবুল হাসান বুখারী ও বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমানী, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কাঁঠালতলী মোহাম্মাদীয়া জমে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা নুর।[/caption]
প্রকাশক ও সম্পাদক : মোঃ রাজীব ইসলাম তারীম ।। মোবাইল : +88 01818052282
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৪ |