
আজকের পেপার প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে মেনােকা রানী (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে স্বর্নালংকার লুট করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের ফজলুর রহমানের ছপলে রফিকুল ইসলাম (২২) ও হাবিব সরদারের ছেলে মাহিম ইসলাম (১৬)কে আটক করে স্থানীয়রা থানা পুলিশের কাছে সাপর্দ করে। সােমবার রাত উপজেলার বাটাজাের গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মৃত বিমল চন্দ্র দাসের স্ত্রী বেদ্ধা মেনােকা রানী অভিযােগ করে বলেন, সােমবার দিবাগত রাতে মুরগীর খামারের দরজা লাগানাের সময় পার্শ্ববর্তী বাড়ির রফিকুল ও মাহিম নামের দুই বখাটে তাকে ঝাপটে ধরে দুই কান ছিড়ে কানের স্বর্ণের দুল ও গলার স্বর্ণের চেইন লুট করে নেয়। এসময় ডাকচিৎকার দিলে তারা আমাকে কুপিয়ে গুরুতর জখম করে দৌড়ে পালানাের চেষ্টা করে। এ সময় আমার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের আটক করে থানা পুলিশের কাছে সাপর্দ করে।
গৌরনদী থানার ওসি মাে. ইউনুস মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাপর্দ করা হয়েছে।
More Stories
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত