
আজকের পেপার প্রতিবেদক:
গৌরনদীতে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মনিরা ইসলাম মুনা (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নলচিড়া ইউনিয়নপর কান্ডপাশা গ্রামের বাবা (বাপের) মিলন খানের বাড়ি থেকে ওই গহবধুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য গহবধুর লাশ দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মুনা উপজেলার কান্ডপাশা গ্রামের মিলন খানের মেয়ে ও একই গ্রামের মালয়শিয়া প্রবাসী মাে. ইমরান হােসেনের স্ত্রী। বিষয়টি গৌরনদী থানার ওসি মাে. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।
More Stories
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আগৈলঝাড়ার সাব্বির নিহত
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ