
বি এম মনির হোসেনঃ-
আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালে আগমন ও জনসভাকে করতে আজ বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর জনসভার সভাপতি, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশালের সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সভায় প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের যোগদান করে সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
More Stories
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ