দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে ট্যুরিস্ট পুলিশ সুপার বলেন সাংবাদিক সমাজের আয়না

 

বি এম মনির হোসেনঃ-

বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।সাগর কন্যা কুয়াকাটার অভিজাত হোটেল সম্মেলন কেন্দ্রে এক বিশাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী এ আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ৪২টি উপজেলার সদস্যরা অংশ নেন। পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনের কণ্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে বিবিএসপি’র প্রতিষ্ঠাতা সভাপতি কে এম শামছুদ্দোহাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কাজী জুলফিকার, এবং সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন বিএম বেলাল। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সহ-সভাপতি আল আমিন আহমেদ, সাইফুল মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক বি এম মনির হোসেন, সদস্য জাকির জমাদ্দারসহ ৪২টি উপজেলার সদস্যরা। অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিবিএসপি সভাপতি ও দৈনিক বরিশাল বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কে এম শামছুদ্দোহা বলেন ২য়বারেও আমাকে আপনারা বিবিএসপি’র সভাপতির পদে নির্বাচিত করায় আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ বিভাগ থেকে সারাদেশে সাংবাদিকদের মডেল সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা ব্যক্ত করেন কে এম শামছুদ্দোহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন সাংবাদিক সমাজের বিবেক। তাদের অগ্রনী ভুমিকার মাধ্যমে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাংবাদিকদের আমি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখবেন। আপনারা আপনাদের লেখনির মধ্যোদিয়ে দেশের উন্নয়ন তুলে ধরবেন। ভুল কোন সংবাদ প্রকাশ করে যাতে সমাজে কোন- বিভ্রান্তি না ছড়ায় সেদিকে দৃষ্টি রাখবেন। বক্তব্য শেষে তিনি নিজ কণ্ঠে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad