দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় ভোট প্রার্থণা

 

বি এম মনির হোসেনঃ-

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় ভোট প্রার্থণা।সোমবার বিকেলে গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জাতির পিতার ভাগ্নে, দক্ষিনাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এ সময় তিনি বাটাজোর বাসস্ট্যান্ড, পিঙ্গলাকাঠী বাজার ও শরিকল বাজারে পথসভায় আগামী ৭ জানুয়ারি শেখ হাসিার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে নিজের জন্য ভোট প্রার্থণা করে বাজারের ব্যবসায়ি, পথচারী ও সাধারণ ভেটারদের সাথে কুশল বিনিময় করেন।গণসংযোগকালে তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ সান্টু, সাধারণ সম্পাদক লুতফুর রহমান দিপসহ দলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad