
নিজস্ব প্রতিবেদনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ স্থানে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা গৈলা ইউনিয়নের রথখোলার পশ্চিম পাশে ভূইয়ার পোল খালের উপর দাড়িয়া বাড়ির সামনে ১১দশমিক ৫৮মিটার ব্রীজ প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।এ সময় উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা,তারক চন্দ্র দে, স্থানীয় ঠিকাদার ছরোয়ার দাড়িয়া,মোল্লা আজিম হোসেন বাদল, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন জানান- সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৪১লাখ ১৯হাজার ২শ ২০টাকা অর্থ বরাদ্দে ব্রীজে নির্মাণের কার্যাদেশ দেয়া হয়েছে বানারীপাড়ার ঠিকাদার মেসার্স সরদার ফারুককে। তবে কাজটি স্থানীয় ঠিকাদার হিসেবে বাস্তবায়ন করবেন ছরোয়ার দাড়িয়া।
More Stories
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ