
বি এম মনির হোসেনঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, বাগধা ইউপি সাবেক চেয়রম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মাইকেল মালাকার, বিপুল দাস, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাড. রনজিত সমদ্দার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ বাগধা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগধা ইউনিয়নের বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে উপজেলা পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা সম্পন্ন হলো।
More Stories
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ