দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে কৃষকের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছেন বিএনপির নেতার বিরুদ্ধে।

নিউজ ডেক্সঃ– বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বরাদী গরঙ্গল গ্রামে কৃষকের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছেন বিএনপি নেতা ফরিদ হাওলাদার এর বিরুদ্ধে।জানাজায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মোঃ শাহজাহান হাওলাদার অভিযোগ করেন, তার দলিল করা জমির ইরি ধান বিএনপির নেতা পরস্পর আত্মীয় মোঃ ফরিদ হাওলাদার কেটে নিয়ে জান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ভাগ-বাটোয়ারা সংক্রান্ত সমস্যা চলছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় একটি সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয়, যেহেতু জমির মালিকানা এখনো নিশ্চিত নয়, সেহেতু জমির উৎপন্ন ধান ব্লক ম্যানেজার মোতালেব শিকদারের হেফাজতে রাখা হবে – যাতে পরবর্তীতে বৈধ মালিককে বুঝিয়ে দেওয়া যায়।

কিন্তু মোঃ শাহজাহান হাওলাদার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ফরিদ হাওলাদার তার জমি থেকে প্রায় ৪০ মন ধান কেটে নিয়ে জান, যার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

অন্যদিকে ফরিদ হাওলাদার ও ব্লক ম্যানেজার মোতালেব শিকদার জানান, জমির পরিমাণ মাত্র সাড়ে তিন করা, যেখানে সর্বোচ্চ দেড় থেকে দুই মন ধান উৎপাদন সম্ভব। তাই মামলায় উল্লেখিত ধানের পরিমাণকে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেন তারা।

স্থানীয়রা বলছেন,এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তারা দ্রুত সমাধান ও সামাজিক শান্তি বজায় রাখার আহ্বান জানান।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad