দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, কাভার্ডভ্যান জব্দ।

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে ৫ টায় ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ৭ নং জগদীশ ইউনিয়ন এর বেলঘর এলাকায়, মাধবপুর থানার এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

আটককৃত নাজমুল হোসেন (২৬) নাটোর জেলার তেবাড়ীয়া গ্রামের ওমর আলীর পুত্র।

এ ঘটনায় আটককৃত নাজমুলের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad