
চন্দনাইশ (প্রতিনিধি) নয়ন দাশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার জন দোকান মালিককে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার ২৩ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ও বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয় এর নেতৃত্বে একদল সেনাবাহিনী, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক সুজন শর্মা ও সোহেল মিয়া সহ এক দল পুলিশ এবং ভূমি অফিস ও দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, “উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। স্থাপনাগুলো থাকায় মহাসড়কে যানজট লেগে থাকে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রি, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি সহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চারটি দোকান যথাক্রমেঃ- হোটেল মেজবান বাড়িকে ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়েল সুইটসকে ১০ হাজার টাকা, হোটেল নুরাইনকে ৩ হাজার টাকা ও খাগরিয়া স্টোরকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ