
ফিরোজ আহমেদ (পাবনা)
পাবনায় ডিবি ও পুলিশেরএকটি বিদেশী পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৪,০৫০ (চার হাজার পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০ (আশি) গ্রাম হেরোইন এবং একটি বিদেশী শটগান, ০৫ (পাঁচ) রাউন্ড শর্টগানের গুলি সহ ০৪ (চার) জন আসামী গ্রেফতার।
গত ২১/০৪/২০২৫ তারিখ ০০.৪৫ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর হেমায়েতপুর ইউপির কাশিপুর মোরস্ত কাশিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহিদ হাসান রানা (৩৩), পিতাঃ মৃত- শেখ ফরিদ, মাতা-মোছাঃ ছালমা খাতুন, সাং-দোহারপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং একই টিম কর্তৃক ইং ২১/০৪/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর মালিখা পাড়া সাকিনস্থ জনৈক মোঃ সাজাদ, পিতাঃ এসএম আজম এর মালিকানাধীন পুকুরের মধ্যে অবস্থিত টিনের ঘরের ভিতর অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ সাজ্জাদ হোসেন (২৬), পিতাঃ এসএম আজম, সাং- হেমায়েতপুর মালিখাগাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ২। মোঃ আব্দুল রানা (৪১), পিতাঃ মোঃ আঃ জলিল, সাং-কিসমত প্রতাপপুর, খানা- পাবনা সদর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করতঃ তাহাদের হেফাজত হইতে ১। একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল, ২। উক্ত পিস্তলের দুইটি ম্যাগাজিন, ৩। ১৩ রাউন্ড ৭.৬৫ এর তাজা গুলি, ৪। ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৫। মাদকদ্রব্য ৪,০০০ (চার হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, ৬। মাদকদ্রব্য ৮০ (আশি) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একই তারিখ দুপুর ১৩.১০ ঘটিকায় এসআই (নিঃ) বেনু রায় এর নেতৃত্বে একটি টিম পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর ইউপির মোহরপুর সাকিনস্থ জনৈক মোঃ রাজ মৃধা, পিতাঃ মৃত ইব্রাহিম মধু (চেয়ারম্যান) এর সুতার কারখানার পিছনে অভিযান পরিচালান করে আসামী ১। মোঃ রাসেল হোসেন (৪৫), পিতাঃ মোঃ কুদ্দুস শেখ, সাং-মোনহরপুর, খানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করতঃ তার বসন্ত ঘরের শয়ন চৌকির উপর তোষকের নিচ হইতে একটি বিদেশি ১২ বোরের তুরস্কের তৈরী শর্টগান এবং ০৫ (পাঁচ) রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পবানা সদর থানায় পৃথক পৃথক মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
আগৈলঝাড়ায় ৫০ হাজার শতাংশ জমিতে মৎস্য ঘের! সরকারি রাস্তা গিলে খেলো ঘের প্রকল্প: চাষের জমি পেরিয়ে সংঘাতে দুই পক্ষ
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু’গ্রুপে সংঘর্ষ