দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

মাধবপুরে সিএনজি স্ট্যান্ডে গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার।

হাবিবুর রহমান নুর,মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজা সহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ,পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে এএসআই (নিরস্ত্র)আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ মাসুক মিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে,মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad