
রাজীব ইসলাম তারীম:
চোর সন্দেহে বরিশালের গৌরনদীতে গণপিটুনিতে সাগর মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গণপিটুনির ২দিন পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সে (সাগর) উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও গ্রামবাসী জানায়, গত সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের বাড়ির রান্না ঘরে সাগর মোল্লা প্রবেশ করে সিলভারের হাড়িপাতিল চুরি করে বস্তায় ভরছিলো। এসময় গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা টের পেয়ে ডাকচিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে তাকে (সাগর) ধাওয়া করে। এসময় একই গ্রামের হারুন মোল্লার বাড়ির কাছে সাগরকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। স্থানীয়রা ভোর রাতে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। টানা দুইদিন চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি (সাগর) মারা যান।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাগরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের বাবা সিরাজ মোল্লা বলেন, এক আত্মীয়ের বাড়ি থেকে আমার ছেলে সাগর ওইদিন রাতে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মজিবর খানের ছেলে আসিফ খানের নেতৃত্বে ১৫/২০ জনে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুইদিন চিকিৎসার পর সাগর মারা যায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবো।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর