দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে ছোট ভাই’র ঘুষিতে বড় ভাই খুন আটক-১

গৌরনদীতে ছোট ভাই’র ঘুষিতে বড় ভাই খুন আটক-১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গরু’র বাছুর ছাড়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে সহোদর ছোট ভাই’র ঘুষিতে বড় ভাই দেলোয়ার হোসেন ফকির (৫৫) খুন হয়েছে। শনিবার স›ন্ধ্যা পৌণে ৬টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত সোহরাব হোসেন ওরফে ছবর আলী ফকিরের ছেলে। হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছোট ভাবি সুমী আক্তার ওরফে সুরমা বেগম (৪২)কে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে ফয়সাল ফকির অভিযোগ করে বলেন, বসত বাড়ির জমি নিয়ে আমার বাবা দেলোয়ার হোসেন ফকিরের সঙ্গে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে ৫টার দিকে ছোট চাচা জাহাঙ্গীর ফকির গরু’র একটি বক্না বাছুর ছেঁড়ে দেয়। ওই বাছুর আমাদের বাড়িতে এসে রোপণকৃত ফলজ গাছের চারা ভেঙ্গে ফেলে। এ নিয়ে আমার বাবা-মার সঙ্গে চাচা-চাচীর বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে চাচা জাহাঙ্গীর হোসেন ফকির (৫০), চাচী সুরমা বেগম (৪২), চাচাতো ভাই জাহিদ হোসেন (২২) মিলে আমার বাবা দেলোয়ার হোসেন ফকিরের গঁলা টিপে ধরে ও কিলঘুষি মারে। এতে আমার বাবা গুরুতর আহত হয়ে একাধিকবার বমি করে ঘটনাস্থলেই সে (দেলোয়ার) মারা যায়।
গৌরনদী থানায় ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌছে হামলায় খুন হওয়া দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য দেলোয়ারের মরদেহ রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্টে লাশের গঁলায় ২টি দাগের চিহ্ন রয়েছে। দেলোয়ার হৃদরোগে আক্রান্ত (হার্টের রোগী) ছিলেন। হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের সহোদর ছোট ভাইি জাহাঙ্গীরের স্ত্রী সুরমা বেগম (৪২)কে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিদর্শক মো. মাহাবুবুর রহমান জানান।
অভিযুক্ত সহোদর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই দেলোয়ার হোসেন ফকির ইতিপূর্বে একবার স্ট্রোক করেছিল। সে হার্টের রোগী বিধায় বাক-বিতন্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে আমার ভাই দেলোয়ার মৃত্যুবরন করেছেন। তার ওপর কেউ হামলা করে নাই।

 

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad