দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আগৈলঝাড়ায় স্বাক্ষর জাল করে ইউএনও অফিসের ২ অফিস সহায়কের মোবাইল কোর্টের বিল উত্তোলণ করে আত্মসাতের অভিযোগ

আগৈলঝাড়ায় স্বাক্ষর জাল করে ইউএনও অফিসের ২ অফিস সহায়কের মোবাইল কোর্টের বিল উত্তোলণ করে আত্মসাতের অভিযোগ

গৌরনদী ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জাল স্বাক্ষর দিয়ে দুই অফিস সহায়কের মোবাইল কোর্টের বিল উত্তোলণ করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। । এ ব্যাপারে ভূক্তভোগীওই ২ কর্মচারী গত ২৫ মার্চ বরিশাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অফিস সহায়ক মো. আমির আলী ও বিলকিস আক্তার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টে (ভ্রাম্যমান আদালতে) যান । প্রতিটি মোবাইল কোর্টে যাওয়ার জন্য সরকারি ভাবে অফিস সহায়কদের ৫শত টাকা করে বিল বরাদ্দ রয়েছে । ওই বরাদ্দের টাকা তিন মাস পরপর ৮ হাজার ৫শত টাকা করে অফিস সহায়ক দুইজনকে দেয়ার কথা থাকলে সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান তাদের স্বাক্ষর জাল করে ৮ বছর ধরে টাকা উত্তোলণ করে আত্মসাত করেছে ।

এ ঘটনায় ওই ২ অফিস সহায়ক ইউএনও ফারিহা তানজিনের কাছে অভিযোগ করেও কোনা প্রতিকার পাননি । সার্টিফিকেট সহকারী মো. সিদ্দিকুর রহমান অফিসের সকল কর্মচারীদের সাথে খারাপ আচারণ করে নিজেকে ইউএনও’র পরের ক্ষমতাধর ব্যক্তি বলে কর্মচারীদের হুমকি দেয় । সে নিজের দোষকে গোপন রেখে অন্যের বিরুদ্ধে ইউএনও’র কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে ।

এ ব্যাপারে অভিযুক্ত সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান বলেন, বিল করে মোবাইল কোর্টের টাকা ইউএনও’র কাছে দেওয়া হয় । সে টাকা কি করে আমার জানা নেই । ইউএনও’র নির্দেশে আমি কাজ করি ।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, এ উপজেলায় আমি গত এক বছর ধরে চাকুরি করে আসছি । এ সময় আমি তিনটি মোবাইল কোর্ট করেছি । ওই মোবাইল কোর্টে অফিস সহায়ক আমির আলী গেলেও বিসকিল যায়নি।আমির আলীর স্বাক্ষরের পর ভ্যাট ও ট্যাক্স বাদে তাকে এক হাজার টাকা দেওয়া হয়েছে ।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad