দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ভূষামাল ক্রয় নিয়ে বিরোধের জেরধরে হামলা চালিয়ে ভূষামাল ব্যবাসায়ী ও
যুবদল কর্মী মিলন হোসেন ফকিরকে (৩৯) পিটিয়ে গুরতর জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সাকল
সাড়ে ১০টার দিকে উপজেলার শরিকল হাটে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে (মিলন)
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যবসায়ী মিলন হোসেন কফির অভিযোগ করে বলেন, কলাই ডাল,
সরিষা, গম বিক্রির জন্য চাষিরা নৌকা যোগে মঙ্গলবার সকালে শরিকল হাটে আসেন। আমি
একটি নৌকার ভূষামাল ক্রয় করতে গেলে হাটের অপর ভূষামাল ব্যবাসায়ী ছাত্রলীগ সমর্থক নিক্সন
মোল্লা বাঁধাদেয় । এ নিয়ে আমার সাথে নিক্সন মোল্লার বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরকিছুক্ষন
পর নিক্সন মোল্লার নেতৃত্বে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে
আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গুরতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত ভূষামাল ব্যবসায়ী ও ছাত্রলীগ সমর্থক নিক্সন মোল্ল্ধাসঢ়; অভিযোগ অস্বীকার করে বলেন,
হাটের ভ‚ষামাল ব্যবসায়ী যুবদল কর্মী মিলন ফকিরের নেতৃত্বে ৪/৫ জনে হামলা চালিয়ে আমাকে
মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস শিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি
ব্যবস্থা নেওয়া হবে।

 

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad