দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীাতে স্ত্রীর বড় বোনের সঙ্গে পরকীয়া, নারী পুরুষসহ আটক ২ 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পরকীয়ার সম্পর্কে বরিশালে গৌরনদীতে অনৈতিক (অসামাজিক) কাজের সময় ছোট ভগ্নিপতি (দুলাভাই) ও  (স্ত্রীর বড় বোন) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে গৌরনদী বন্দর সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে। এঘটনায় ছোটবোনের স্বামী ও তার পরকীয়া প্রেমিকা (জেষ্ঠিস/বড় শ্যালিকা) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা করা হয়েছে। সোমবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা সানাউল প্যাদা (৪০) ও তার স্ত্রীর বড়বোন (জেঠাস) ইতালী প্রবাসীর স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা এক ইটালী প্রবাসী সামাজিক ভাবে বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বিয়ে করেন। দীর্ঘ ১৮ বছর পর ইটালী প্রবাসী স্বামী অতিসম্প্রতি দেশে ফিরে আসেন। বাড়িতে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরবর্তীতে প্রবাসীর স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে গৌরনদী বন্দর সংলগ্ন নিজস্ব বাসভবনে বসবাস করে আসছিলেন।
ইটালী প্রবাসী জুয়েল বেপারী অভিযোগ করে বলেন, লোকমুখে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জেনে আমি বাড়িতে আসার পর আমার স্ত্রী আমার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার স্ত্রীর ছোট বোনের স্বামী সানাউল প্যাদা বাসায় ঢুকে আমার স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে পৌঁছে বাহির থেকে ঘর তালাবদ্ধ করে থানা পুলিশকে খবর দেই। পরে রাত একটার দিকে পুলিশ উভয়কে আটক করে থানায় নিয়ে যায়।
থানা হাজতে বসে অভিযুক্ত সানাউল প্যাদার কাছে অনৈতিক কাজের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় এক প্রবাসীর স্ত্রীসহ সানাউল প্যাদা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত দুইজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad