দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে গণধোলাইয়ে গরু চোর নিহত

রাজীব ইসলাম তারীম :
বরিশালের গৌরনদীতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের গণধোলাইয়ের শিকার হয়ে শেখ সোহেল ওরফে সুহেল শেখ (৩২) নামে এক গরু চোর নিহত হয়েছে। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (সুহেল) মারা যায়। নিহত শেখ সুহেল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলদিয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘবদ্ধ একদল গরু চোর গত ২৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের জসিম চৌকিদারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর ৪/৫ চোর গোয়াল ঘর থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের ২টি ষাড় ও ১টি গাভি চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুর মালক জসিম চৌকিদারের মা রজিনা বেগম টের পায়। এ সময় রজিনা বেগম তার ছেলে জসিমকে ঘুম থেকে জাগিয়ে ঘরের বাইরে এসে ডাকচিৎকার দিলে গ্রামবাসীরা ছুটে আসে। তখন ৩/৪ চোর ২টি ষাড় উঠানে ছেড়ে দিয়ে পালিয়ৈ যায়। এ সময় চোরাই ১টি গাভিসহ চোর শেখ সোহেল ওরফে সুহেল শেখকে গ্রামবাসীরা ইউনুস আকনের পান বরজের পাশ থেকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় শেখ সোহেলকে ২৬ জানুয়ারি ভোরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাকে শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। ওইদিনই শেবাচিম হাসপাতালে তাকে (সুহেল) ভর্তি করা হয়।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গত ২৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি ষাড় ও ১টি গাভি চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ১টি গাভিসহ চোর শেখ সোহেলকে আটক করে। এ সময় উত্তেজিত ৪/৫ শতাধিক গ্রামবাসী গণধোলাই দিয়ে চোর সোহেলকে গুরুতর আহত করে। এ ঘটনায় গরুর মালিক জসিম চৌকিদার বাদি হয়ে শেখ সোহেলের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ চোরকে আসামি করে ২৬ জানুয়ারি সকালে গৌরনদী থানায় ্একটি চুরি মামলা দায়ের করে। এরপর গণধোলাইয়ের শিকার শেখ সোহেলের স্ত্রী জহুরা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামা ৩/৪ শত গ্রামবাসীকে আসামি করে ২৮ জানুয়#ারি থানায় একটি মারধরের মামলা করে। বরিশাল শেবাচিম হাসপাতালে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শেখ সোহেল বুধবার দিবাগত রাত ২টার দিকে মারা যায়। শেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে সোহেলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে ওসি ইউনুস মিয়া জানান।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad