দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে শিশু সাফওয়ান খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের ॥ ২ নারীসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) খুন হওয়ার ঘটনায় ২ নারী ও ১ ইউপি সদস্যসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. ইমরান শিকদার বাদি হয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে এ হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত ২ নারী ও স্থানীয়     ইউপি সদস্যসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু সাফওয়ান শিকদার (৫) হত্যা মামলার এজাহারভূক্ত আসামি একই বাড়ির রোমান চৌধুরী, তার স্ত্রী আখি বেগম, বোন রাবিনা বেগম ওরফে লাবিনা বেগম ও শরিকল ইউপির সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নারীসহ ওই ৪ আসামিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই চার আসামিাকে জিজ্হাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব আলম। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি ইউনুস মিয়া।
উল্লেখ্য, ঢাকা থেকে দাদা বাড়ি উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে একই গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে রাস্তার ঢাল থেকে শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad