দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালকসহ নিহত – ২

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পার্কিং করে রাখা ট্রাকের সাথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালকসহ পথচারি নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক রিমু খান (২২) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে এবং পথচারী ৬২ বছর বয়সী শাহজাদা তালুকদার (শাহাই) কটকস্থল গ্রামের বাসিন্দা তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান, জানিয়েছেন, শিমুল-সিফাত-শাহিক নামের একটি ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে লোড আনলোড করছিলেন। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়াগতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে ট্রাকের সাথে স্বজোরে ধাক্কা দেয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও শাহজাদা তালুকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমু খানকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাদা তালুকদারকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় রেফার করেন । এবং চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান ।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad