দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

আ’লীগ শাসনামলে হত্যার উদ্দেশ্যে যুবদল নেতাকে কুপিয়ে জখম ও চাঁদা দাবি করার অভিযোগে গৌরনদী উপজেলা  আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক :
আ’লীগের শাসনামলে চাঁদার দাবিতে যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে বরিশালের গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ উপজো আ’লীগ ও সহযোগী সংগঠনের ৭৩ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ও নলচিড়া খানবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী জুয়েল সরদার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, নলচিড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সুশীল করাতি, সহ-সভাপতি মো. দুলাল খান, শহিদ খান, মাসুদ ইসলাম মিলন, সঞ্জয় ভট্টাচার্য, বাবুল কাজী, সাধারন সম্পাদক মো. বাদশা ফকির, যুগ্ম সাধারন সম্পাদক মুকুল খান, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল হাওলাদার, মামুন খান, রহিম খান, সদস্য রুবেল খলিফা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রুবেল খান, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মেহেদী হাসান সুলভ, আজিজুল সরদার, নলচিড়া ইউনিয়ন যুবলীাগের সাধারন সম্পাদক মো. মনির মীর, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাাধীন রঞ্জন দাস, ইউনিয়ন যুবলীগের সদস্য হাসান বেপারী, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন শরীফ, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহ্জাহান খান, সাধারন সম্পাদক মহিউদ্দিন খান, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কালাম খান, সহ-সভাপতি নজরুল প্যাদা, গিয়াস প্যাদা, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক বাবুল ফকির, ৭নং ওয়ার্ড যুব’লীগের সভাপতি মিন্টু হাওলাদার, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদ হাওলাদার, সহ-সভাপতি কবির ফকির, হালিম কাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিঠু পাল, ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সজল সরদার, সাধারন সম্পাদক জসিম বেপারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম খলিফা, ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সাধারন সম্পাদক রাশেদ খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রকি খান, পলাশ মীর, রবিউল জমাদ্দাার, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফারুক তালুকদার, ইউনিয়ন আ’লীসের সক্রীয় সদস্য আজম খান, মুকুল হাওল্দাার, মজিবর খলিফা, যুবলীগ নেতা সোালাইমান খানসহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ নেতাকর্মী।
বাদি এজাহারে উল্লেখ করেন, ১নং আসামি মো. হারিছুর রহমানের নির্দেশক্রমে আসামিরা ২০/২৫টি মোটর সাইকেল যোগে ২০২৩ সালের ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলচিড়া বাজারে এসে বাদির পথরোধ করে। এ সময় ২নং থেকে ১৫নং বিবাদীরা বাদির কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মনির মীর, মিঠু, আজিজুল, হাসানসহ কয়েকজন আসামি বাদিকে হত্যার জন্য বেধড়ক কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম ও হাড় ভাঙ্গা জখম করে। এ সময় কয়েক অসামি হাসান, মিন্টু নগদ প্রায় সাড়ে ৭ হাজার টাকা ও দামি মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা বাদিকে গৌরনদী বন্দর আ’লীগ অফিসে নিয়ে আবার বেধড়ক মারপিট করে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। অজ্ঞান অবস্থায় বাদিকে উদ্ধার করে স্থাণীয়রা ওইদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, মামলা দায়েরর পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও চাঁদশী ইউপির সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভ, জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাধীন রঞ্জন দাস, নলচিড়া ইউনিয়ন আ’লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রহিম খানকে গ্রেফতার করেছ। গ্রেফতারকৃত ওই তিনজনকে গতকাল শনিবার দুপুরে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ডজন খানেক মামলার আসামি সাবেক পৌর মেয়র হারিছুর রহমান (বরিশাল কারাগারে) কারাবাস করছেন।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad