দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে বদলীকৃত প্রধান শিক্ষিকাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরাধ

নিজস্ব প্রতিবেদক:
বদলীকৃত প্রধান শিক্ষিকাকে ফিরিয়ে আনার ও অনিয়মকারী সহকারী শিক্ষিকার শাস্তির দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরাধ করে বিক্ষােভ প্রদর্শন করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাছেমাবাদ এলাকায় ও সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
একাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা জানায়, স্কুলের কয়কজন সহকারী শিক্ষক স্কুল চলাকালীণ সময় ছাত্র-ছাত্রীদের ক্লাশ ফাঁকি দিয়ে ফেসবুক-ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন। তারই প্রতিবাদ করায় সহকারী শিক্ষকদের রাষানলে পড়েন প্রধান শিক্ষিকা নিপা রানী পাল। তাই রাষানলের খেসারত হিসেবে অভিযুক্ত সহকারী শিক্ষকার পরিবর্তে প্রধান শিক্ষিকাকে বদলী করা হয়েছে। বদলীকৃত প্রধান শিক্ষিকাকে ফিরিয়ে আনার ও অনিয়মকারী সহকারী শিক্ষিকার শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী অভিভাবক দেলায়ার হােসেন গাজী, শ্যামল খলিফাসহ অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকেরা। মানববন্ধন শেষে কাছেমাবাদ এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়ক অবরাধ করে বিক্ষােভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গৌরনদী প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম বলেন, সহকারী শিক্ষিকাদের অভিযােগের ভিত্তিতে প্রধান শিক্ষিকা নিপা রানী পালকে বদলী করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad