দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

কুপিয়ে যুবদলের ২ নেতাকর্মীকে আহত মামলা দায়ের

রাজীব ইসলাম তারীম:

বরিশালের মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে যুবদলের ২ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির আহম্মেদ (৩২)কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মুলাদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত তানভিরের বড় বোন ফারজানা বেগম অভিযোগ করে বলেন, আমার সহোদর ভাই আনভির আহম্মেদ গংরা পৈতৃক সূত্রে ৩ একর ২০ শতাংম জমি মালিক। আমাদের পৈত্রক জমি নিয়ে আমার চাচা জামাল হাওলাদার গংদের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ১০টার দিকে আমার ভাই তানভির ওই পৈতৃক জমিতে সরিষা বুনতে গেলে প্রতিপক্ষ জামাল হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী রামদা, ডেগারসহ দেশীয় ধারাল অস্ত্র নিয়ে তানভিরের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ভাই তানভিরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় বায়জিদ হাওলাদার তাকে (তানভির) উদ্ধারে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে তারা। আশঙ্কাজনক অবস্থায় তানভিরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানভিরের মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি মোঃ জামাল হাওলাদার আত্মগোপনে থাকার জন্য দুবাই প্রবাসে যাওয়ার চেষ্টা করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুলাদী থানার এসআই মো. ফরিদ হোসেন জানান, এ ব্যাপারে আহত তানভিরের বড় বোন ফারজানা বেগম বাদি হয়ে মোঃ জামাল হাওলাদার, মোঃ ফজলুর রহামন, মোঃ গণি হাওলাদার, মোঃ হাসান শিকদার ওরফে বাবুসহ ১২ জনকে আসামি করে ওইদিন রাতেই মুলাদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad