
নিজস্ব প্রতিবেদক:
প্রধান শিক্ষিকার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকেরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীণ সময় শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক অভিযােগ করে বলেন, হরিসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা দীর্ঘদিন যাবত স্কুলে অনিয়ম করে আসছিলেন। সহকারী শিক্ষকদের অনিয়মের বিষয়টি তুলে ধরে গত ১০ জুলাই উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন ছাত্র ছাত্রীর অভিভাবকেরা। তবে অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কােন ব্যবস্থা না নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যােগসাজসে উল্টা প্রধান শিক্ষিকা নিপা রানীকে বদলী করা হয়েছে। যা কােনভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে এবং অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছপ লিখিত আবেদন করা হয়েছে।
এবিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, প্রধান শিক্ষিকার বদলীর বিষয় কােন যােগসাজস নেই। তাছাড়া এলাকাবাসী পূর্ব যে অভিযােগ করছিলেন। তা তদন্ত করে জেলা শিক্ষা অফিস রিপার্ট পাঠানাে হয়েছিলাে।
উপজেলা নির্বাহী অফিসার মােঃ আবু আবদুল্লাহ খান বলেন, ওই স্কুলের অভিভাবকদের লিখিত আবেদন পেয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর