
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে ইজি-বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীদের গণপিটুনিতে আজ্ঞাতনামা (২৭) এক চাের নিহত হয়েছে। রােববার দিবাগত রাত পণে ৩টার দিকে উপজলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া ও দক্ষিণ চাঁদশী গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদশর্ীরা জানায়, প্রতিদিনের ন্যায় রােববার রাতে উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের সীমান্তবর্তী এলকায় মনির বেপারীর বসত ঘরের সামনে ২টি ইজি-বাইক চার্জে দেওয়া ছিল। রােববার দিবাগত রাত পণে ৩টার দিকে অজ্ঞাতনামা দুই চাের তালা ভেঙ্গে ইজিবাইক চুরি করার সময় মনির বপারী টের পেয়ে ডাকচিৎকার দিলে গ্রামবাসীরা চারদিক থেকে ছুট আসে। এ সময় অজ্ঞাতনামা ২ চাের দৌড়ে পালানাের সময় গ্রামবাসী ধাওয়া করে পশ্চিম শাওড়া গ্রামের সীমান্তবর্তী দক্ষিণ চাঁদশী গ্রামবাসী অজ্ঞাতনামা এক চােরকপ আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক চাের মারা যায়। অজ্ঞাতনামা অপর চাের পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
গৌরনদী থানার ওসি মাে. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফাের্স নিয়ে সােমবার ভাের ঘটনাস্থে পৌছায়। ্এরপর এস.আই জসিম উদ্দিন স্থানীয়দের সহযােগীতায় মুমুর্ষ চােরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চােরকে মৃত ঘােষণা করেন। মৃত চােরের সুরাতহাল রিপার্ট তৈরি ও থানায় সাধারন ডায়রি করে ময়নাতদন্তের জন্য নিহতের (চাের) লাশ সােমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর