দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

গৌরনদীতে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে পৌর বিএনপির আহবায়কসহ গ্রেফতার ৪

 

নিজস্ব প্রতিবেদক:

চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়ক সহ চারজনকে গ্রেফতার  করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার টরকী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, টরকী বন্দরের টেলিকম ব্যবসায়ী এস এম জামিল হাসান মিঠু সিকদার নামের এক ব্যবসায়ী মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad