দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

বিএনপি নেতার ওপর হামলা গৌরনদীতে পৌর মেয়রসহ ৯ জনের নামে মামলা

 

নিজস্ব প্রতিবেদক:

২০২২ সালের ১০ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ শাহাবুব হাসানের ওপর হামলার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ আ. লীগের ৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শুক্রবার রাতে – বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-গৌরনদী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো হারিছুর রহমান, টরকী বন্দর পৌর কাউন্সিলর খোকন শিকদার, যুবলীগ নেতা ইকবাল ফকির, ইমরান মৃধা, কাঠ ব্যবসায়ী নুরু বেপারী, কালু বেপারী, টরকী বন্দরের ব্যবসায়ী রুহল শিকদার, রাবুল সিকদার, বাবুল শিকদার। ওসি মো. ইউনুস মিয়া জানান, আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad