
রাজীব ইসলাম তারীম ,
উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল দশটা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকেল তিনটা পর্যন্ত। ভোটে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. সোহানুর রহমান সোহাগ ছাতা প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্ধী প্রার্থী প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট। অপরপ্রার্থী জাকির হোসেন পেয়েছেন ২০ ভোট।
মোট ৮৮ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এরমধ্যে ১টি ভোট বাতিল হয়েছে। বাকি দুইজন ভোট দান করতে আসে নাই। নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক আমিনুল ইসলাম খোকন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর