
রাজীব ইসলাম তারীম :
প্রেম মানে না কোন বাধা, মানেনা জাতি ধর্ম-বর্ন। ঘর ছেড়ে ভালোবাসার মানুষকে কাছে পেতে আপন চাচাতো ভাইয়ের ঘরের এসেছেন সারা জীবন থাকতে। দুই পরিবারের ঘর পাশা পাশি হওয়ায় মেয়ের পরিবার ও স্বজনদের হামলায় শাশুড়ি ননদ ও ভাবীসহ তিন বছরের এক শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে বাহরাইন প্রবাসীর বাড়িতে। ৩০ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে ছেলের বাড়ি গিয়ে হামলার চালায় মেয়ের পরিবার। এতে আহত হন প্রেমিক বাহরাইন প্রবাসী সোহাগ হাওলাদারের মা, বোন ভাবীসহ তিন বছরের শিশু।
পরবর্তীতে পহেলা অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে দ্বিতীয় দফায় আবারও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলা চালালে গৌরনদী মডেল থানা পুলিশ মেয়ের চাচাতো ভাই রাসেল হাওলাদারকে গ্রেফতার করেন।
বাহরাইন প্রবাসীর বড় ভাই’র বৌ কাজল বেগম জানান যে আমার ছোট চাচা শশুরের মেয়ে ও আমার দেবর গোপনে তারা বিয়ে করেন। পরে ওই মেয়ে আমাদের বাড়ি আসলে তার খোঁজে আমাদের বাড়িতে মেয়ে কে নিতে আসেন মেয়ের পরিবার ও স্বজনরা । মেয়ে না যেতে চাইলে আমাদরে উপর হামলা চালায় শুক্কুর হাওলাদার , ফারুক হাওলাদর, ইদ্রিস হাওলাদার, সোহেল হাওলাদার, জুয়েল হাওলাদার, রাসেল হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও শহীদ হাওলাদার।
তবে হামলার বিষয় মেয়ের চাচাতো ভাই জুয়েল হাওলাদার জানান আমরা তাদের উপর কোন হামলা চালাই নাই। আমার চাচতো বোনকে ওই ছেলের বাড়িতে আনতে গেলে ছেলের পরিবার বাধা দেয়। এসময় আত্মরক্ষার্থে তখন আমার ভাই প্লাস্টিকের একটি পাইপ দিয়ে বাড়ি মারলে বাহরাইন প্রবাসীর মায়ের মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
মেয়ের মা অভিযোগ করেন বলেন আমার মেয়ে আমার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে এসেছে। তবে তাদের যে বিয়ে হয়েছে সেই কাগজপত্র এখনও তারা দেখাতে পারেনি।
এবিষয় গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান হামলার ঘটনায় মেয়ের চাচাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে এছাড়া মেয়র মা একটি অভিযোগ করেনছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর