
গৌরনদী প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাতির পিতার ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, সাবেক চীফ হুইপ ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ’র নেতৃত্বে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল হাসানাত আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান সহ অন্যান্যরা। শোভাযাত্রায় সাত ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহন করেন।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর