
নিজস্ব প্রতিবেদনঃ–
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরের বটতলা নামকস্থানে মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে সাতটার দিকে এ দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের সেকান্দর আলী হাওলাদারের স্ত্রী। তিনি শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের তার মেয়ে বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের জয়শ্রী বটতলা নামকস্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর