দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদনঃ-

“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রাতিপাদ্য বিষয় নিয়ে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদারের সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ শিশির কুমার গাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিরোজা জাহান মিলি, ইউনিয়ন পরিদর্শক সুশান্ত দাসসহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিদর্শক নাজমুল ইসলাম, প্রিন্স ওঝা, পরিমল রায়, সঞ্জয় ঢালী প্রমুখ।
সভায় আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে প্রচারণা পৌছে দেয়ার আহবান জানানো হয়।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad