
নিজস্ব প্রতিবেদনঃ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমুল নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করেছেন মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ।
বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মন্ত্রীর সেরাল গ্রামস্থ বাড়িতে প্রধান অতিথি হিসেবে রত্নপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেম্বরদের নিয়ে জাতির পিতার ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। সভায় আসন্ন নির্বাচনে নেতা-কর্মীদের করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
More Stories
আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা
রাজাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডির অনুসন্ধান
গৌরনদীতে আগুনে পুড়ে ছাই স্বপ্নের ঘর