দৈনিক আজকের পেপার

দৈনিক আজকের পেপার

মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র উপস্থিতিতে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে বিশেষ সাংগঠনিক সভা করলেন জাতির পিতার ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। ৭ নবেম্বর মঙ্গবার বিকেলে মন্ত্রীর সেরাল গ্রামের বাড়িতে প্রধান অতিথি হিসেবে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেম্বরদের নিয়ে ওই বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈল ঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

dailyajkerpaper Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad